রাজনৈতিক দল নিবন্ধনের ‘গণবিজ্ঞপ্তি’ চ্যালেঞ্জ করে রিট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৭ মার্চ ২০২৫
ফাইল ছবি

রাজনৈতিক দল নিবন্ধনের ‘গণবিজ্ঞপ্তি’ সংবিধান ও সংস্কার কমিশনের সুপারিশের পরিপন্থী বলে বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবেদা গোলরুখ রিটটি দায়ের করেন।

বিজ্ঞাপন

আইনজীবী আবেদা গোলরুখ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিটে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আদালতে এদিন রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হলেও তা শুনানি হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী।

রিটকারি আইনজীবী অ্যাডভোকেট আবেদা গোলরুখ জানান, গত ১০ মে জারি করা প্রজ্ঞাপনটি সংবিধান ও সংস্কার কমিশনের সুপারিশের পরিপন্থী বলে আমরা রিটটি দায়ের করেছি।

এফএইচ/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।