গ্রাম ও শহরে বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহে হাইকোর্টের রুল

গ্রাম ও শহরের মধ্যে বৈষম্যহীনভাবে বিদ্যুৎ সরবরাহ কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে লোডশেডিংয়ের শিডিউল ২৪ ঘণ্টা আগে কেন প্রকাশ করা হবে না, আদালত তাও জানতে চেয়েছেন রুলে।
এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানির পর সোমবার (১৭ মার্চ) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আজ শুনানি করেন রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূইয়া।
রিটকারী আইনজীবী জানান, শহর ও গ্রামাঞ্চলে বৈষম্যমুক্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ও লোডশেডিংয়ের তথ্য ২৪ ঘণ্টা আগে ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে হাইকোর্ট রুল জারি করেছেন।
সংবিধানের অনুচ্ছেদ ১৬ এবং ১৯ (২) অনুযায়ী সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, সচিবালয়, হাসপাতাল ও কেপিআইভুক্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি অনতিবিলম্বে প্রাধিকার পূর্বক সকল বৈষম্যমূলক বিদ্যুৎ সরবরাহ বাতিল করে বৈষম্যমুক্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং লোডশেডিংয়ের শিডিউলের তথ্য ২৪ ঘণ্টা পূর্বেই নোটিশ আকারে প্রকাশ করে তা সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ে, যথাক্রমে (১) উপজেলা নির্বায়ী কর্মকর্তা, (২) পুলিশের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, (৩) হাসপাতাল ও (৪) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার নিজস্ব স্থানীয় ও কেন্দ্রীয় ওয়েবসাইটে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ নিশ্চিত করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, জানতে চেয়েছেন হাইকোর্টের জারি করা রুলে।
রিটকারী হাইকোর্টে শুনানি করে বলেন, বিদ্যুতের ট্রান্সফরমার পুড়ে গেলে শহরাঞ্চলে এক ঘণ্টার মধ্যে ঠিক করেন। কিন্তু গ্রামাঞ্চলে সাত থেকে ১০ দিন লেগে যায়। তার মধ্যে আমি একজন ভুক্তভোগী হিসেবে লোডশেডিংয়ের কারণে গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরের খামারসহ পোল্ট্রি শিল্প ধ্বংসের মুখে। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গত বছরের ১৮ সেপ্টেম্বর রিটটি করেছিলাম। ওই রিটে বিদ্যুৎ বিভাগ সচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) চেয়ারম্যান, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), খুলনার ব্যবস্থাপনা পরিচালক ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি, রাজশাহী ব্যবস্থাপনা পরিচালকে বিবাদী করা হয়েছে।
এফএইচ/এএমএ/জিকেএস