ওএমএস পণ্য জালিয়াতিতে ডিলারের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১৪ মার্চ ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে খাদ্য অধিদপ্তরের ট্রাকসেলের ওএমএসে পণ্য জালিয়াতির ঘটনায় ডিলার প্রতিনিধি মো. ফারুক হোসেনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার (১৩ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ শাস্তি দেন।

বিজ্ঞাপন

জানা গেছে, স্থানীয় লোকজনের অভিযোগে পরিপ্রেক্ষিতে এদিন মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ। এসময় পাঁচ কেজির পরিবর্তে ২০ কেজি আটা বিক্রি ও মাস্টার রোলের হিসাবের সঙ্গে স্টকের গড়মিল থাকায় ডিলার প্রতিনিধি মো. ফারুক হোসেনকে হাতেনাতে ধরেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত ফারুক হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একশো টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়। এছাড়া অবিক্রিত চাল ও আটার জব্দ তালিকা তৈরি করে খাদ্য উপপরিদর্শকের জিম্মায় রাখা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় খাদ্য পরিদর্শক, উপপরিদর্শক, ডিলারের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এমআইএন/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।