৪ সন্ত্রাসীকে ফাঁসিতে ঝুলাল পাকিস্তান


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২১ ডিসেম্বর ২০১৪

সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অপরাধে দণ্ডিত চার সন্ত্রাসীকে ফাঁসিতে ঝুলিয়েছে পাকিস্তান। পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে একটি জেলখানায় এই ফাঁসি কার্যকর করা হয় রোববার।

মৃত্যুদণ্ড কার্যকরের ওপর ছয় বছরের স্থগিতাদেশ তুলে নেওয়ার পর এক সপ্তাহ পার না হতেই এই নিয়ে ছয় জনের ফাঁসি কার্যকর করল পাকিস্তান। এর আগে শুক্রবার ফয়সালাবাদের জেলখানায় দুই দণ্ডিতের ফাঁসি কার্য‍কর করা হয়।

১৬ ডিসেম্বর পেশোয়ারের একটি আর্মি স্কুলে তালেবান হামলায় অন্তত ১৪১ জন নিহত হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের স্থগিতাদেশ তুলে নেয় পাকিস্তান। সর্বশেষ ফাঁসিতে ঝুলা চার জন হলেন: জুবায়ের আহমেদ, রাশিদ কুরেশি, গোলাম সারোয়ার ভাট্টি এবং আখলাক আহমেদ।

ফাঁসি কার্যকরের আগে ফয়সালাবাদের সব জেলখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রসঙ্গত, একই দিন রোববার আট বছরের অলিখিত স্থগিতাদেশ তুলে নিয়ে ১১ দণ্ডিতের মৃত্যুদণ্ড কার্যকর করেছে জর্দান।
সূত্র : এনডিটিভি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।