বেইলি রোড়ে ডিসিসির উচ্ছেদ অভিযান
রাজধানীর বেইলি রোড, ইস্কাটন ও রমনাপার্ক এলাকায় অবৈধ কাঁচাবাজার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট কবির মাহমুদ। উচ্ছেদকালে ৫৮ কেজি মাছ, ১শ কেজি টমেটো, ৪৭ কেজি পেঁয়াজ, ৫শ ৫৮ কেজি সবজি ও ২৫টি লাউ জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কবির মাহমুদ জানান, প্রায় প্রতিদিন সকালে এই এলাকার ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধভাবে কাঁচাবাজার বসানো হয়। কর্পোরেশনের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সকালে সংস্থার পক্ষ থেকে এ উচ্ছেদ চালানো হয়। জব্দ মালামাল রাজধানীর স্যার সলিমুলাহ এতিমখানায় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।