বিজয় দিবস ইতিহাসের সবচেয়ে গৌরবের দিন : রওশন এরশাদ
মহান বিজয় দিবস বাঙ্গালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে আনন্দের ও গৌরবের দিন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। মহান বিজয় দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন।
বাণীতে তিনি আরও বলেন, লাখো শহীদের আত্মহুতি ও দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রামের ফলে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা, আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আর বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও বীরত্বগাথা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বাণীতে বিরোধীদলীয় নেতা বলেন, বিজয়ের অনন্য মহিমায় চেতনার উদ্দীপনায় ভাস্বর এ দিন। আজ থেকে ৪৩ বছর আগে এই দিনে প্রাণে প্রাণে ছড়িয়ে পড়েছিল পরাধীনতার শৃঙ্খলামুক্তির অপার আনন্দ বিজয়ের উল্লাস।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা। যে রাষ্ট্রের মর্মবাণী হবে গণতন্ত্র, যে রাষ্ট্র জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সব মানুষের মুক্তির আস্বাদ নিয়ে বসবাস করবে। উত্তোরত্তর সমৃদ্ধির পথে চলবে বাংলাদেশ। মুক্তি ও স্বাধীনতার নতুন চেতনায় আলোকিত হবে বাংলাদেশ- এটাই প্রত্যাশা থাকবে সবার কাছে।
বিরোধীদলীয় নেতা এদিনে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।