সাকিবকে ছাড়িয়ে গেলেন তাইজুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৭ অক্টোবর ২০১৪

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড এখন তার দখলে।

ছিপছিপে গড়নের তাইজুল পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নিয়ে এতদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

বাংলাদেশের সেরা বোলিং ফিগারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এনামুল হক জুনিয়র। জিম্বাবুয়ের বিপক্ষে ৯৫ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এদিকে, তাইজুলের কীর্তি শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসেও নিজের নাম খোদাই করে নিলেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিংয়ের তালিকায় তার অবস্থান ৩০তম।

তাইজুলের ইতিহাস গড়ার দিনে ধ্বংসযজ্ঞ শুরু করেছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান ভুসিমুজি সিবান্দাকে সাজঘরে ফিরিয়ে। এরপর তিনি একে একে প্যাভিলিয়নের পথ দেখান রেগিস চাকাভা, সিকান্দার রাজা, এলটন চিগুম্বুরা, ক্রেইগ এরভিন, তিনাশে পানিয়াঙ্গারা, টেন্ডাই চাতারা ও তাফাজওয়া কামুঙ্গোজিকে।

বলতে গেলে জিম্বাবুয়েকে একাই ধসিয়ে দিয়েছেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে জিম্বাবুয়ের ঝুলিতে জমা পড়ে মাত্র ১১৪ রান! অসাধারণ বোলিং। দুর্দান্ত তাইজুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।