দুবাই গেলেন রাষ্ট্রপতি


প্রকাশিত: ০৬:২৫ এএম, ২৭ অক্টোবর ২০১৪

বিশ্ব ইসলামী অর্থনৈতিক ফোরামের (ডব্লিউআইইএফ) দশম বৈঠকে যোগ দিতে তিন দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিপি, ডিপ্লোম্যাটিক কোরের ডিনসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।  

মঙ্গলবার ডব্লিউআইইএফ সম্মেলনের উদ্বোধনী দিনেই বক্তব্য দেবেন রাষ্ট্রপতি। সম্মেলনে অংশগ্রহণ শেষে বুধবার তার দেশে ফেরার কথা রয়েছে।

তিন দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। সফর শেষে সোমবাই তার দেশে ফেরার কথা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।