শিগগিরই আসছে মাইক্রোসফটের স্মার্টঘড়ি


প্রকাশিত: ০৬:৪১ এএম, ২১ অক্টোবর ২০১৪

শিগগিরই স্মার্টঘড়ি আনছে শীর্ষ মার্কিন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এ স্মার্টঘড়ি প্রয়োজনীয় সেবার পাশাপাশি স্বাস্থ্য তথ্যও প্রদান করবে। সম্প্রতি ফোর্বস তাদের এক প্রতিবেদনে জানায়, কয়েক সপ্তাহের মধ্যেই প্রতিষ্ঠানটি তাদের স্মার্টঘড়ি উদ্বোধন করতে পারে। -খবর টেকটু

সাম্প্রতিক সময়ে পরিধেয় প্রযুক্তিপণ্যের বাজারের পরিধি বেড়েছে। বেশ কিছু প্রতিষ্ঠান এ বাজারে এরই মধ্যে নাম লিখিয়েছে। এর মধ্যে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল। পাশাপাশি মটোরোলা, সনির মতো প্রতিষ্ঠানও তাদের পরিধেয় প্রযুক্তিপণ্য এরই মধ্যে বাজারে এনেছে। এবার এ বাজারে প্রবেশ করতে যাচ্ছে মার্কিন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

ফোর্বসের পাশাপাশি সংবাদ মাধ্যম ভার্জও মাইক্রোসফটের আসন্ন স্মার্টঘড়ি উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভার্জের জানানো তথ্যমতে, মাইক্রোসফটের নতুন স্মার্টঘড়িটি হূত্স্পন্দন, ক্যালোরি ব্যয়সহ স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় আরো অনেক তথ্য প্রদান করবে। এতে গ্রাহকরা স্মার্টঘড়িতে থাকা অন্যান্য সেবার পাশাপাশি স্বাস্থ্য তথ্য সেবাও পাবেন।

ধারণা করা হচ্ছে, মোবাইল ডিভাইসের পাশাপাশি পরিধেয় পণ্য প্রতিষ্ঠানটির আয় বাড়াতে বড় ধরনের ভূমিকা রাখবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।