চীনে ভূমিকম্পে লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত


প্রকাশিত: ১০:৪২ এএম, ০৮ অক্টোবর ২০১৪
ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি

চীনের দক্ষিণাঞ্চীলয় ইউনান প্রদেশে একটি মাঝারি মাত্রার ভূমিকম্পে ১ লাখেরও বেশি  মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মঙ্গলবার রাতে রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পের আঘাতে ১ জন নিহত এবং  ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। প্রদেশের পিউয়ার শহরটির কাছেই ছিলো ভূমিকম্পের কেন্দ্রস্থল। শহরটি চা বাগানের জন্য বিখ্যাত। দেশটির সরকারি বার্তা সংস্থা জিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

বিবিসি জানায়, আহত লোকজন ইয়ংপিং শহরের একটি  রাস্তার পাশে অস্থায়ী তাবুতে আশ্রয় নিয়েছেন। ভূমিকম্পে ওই শহরটির অধিকাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। কর্তৃপক্ষ তাঁবু তৈরি করে বাস্তুচ্যুত প্রায় লক্ষাধিক মানুষের মাথা গোঁজার আশ্রয় দেওয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, গত আগস্ট মাসেও চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অপর এক ভূমিকম্পে ৩ শতাধিক মানুষ নিহত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।