পিনাক-৬ দুর্ঘটনা তদন্তে কেন জাতীয় কমিটি নয়


প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৪

পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় কমিটি গঠনের কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার জনস্বার্থে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো.আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনা এবং উদ্ধারে ব্যর্থতায় ১৯ আগস্ট রিট আবেদনটি দায়ের করেন নৌ সড়ক ও রেলপথ জাতীয় রক্ষা কমিটির আহ্বায়ক আশীষ কুমার দে এবং সিটিজেন রাইটস মুভমেন্ট-এর মহাসচিব তুষার রেহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।