চট্টগ্রামে চলছে ‘প্রাণ চাটনি জীবনের গল্প’ কার্যক্রম

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ২৩ আগস্ট ২০১৪

বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে প্রাণ চাটনির নতুন টিভি বিজ্ঞাপনের জন্য গল্প সংগ্রহের প্রক্রিয়া। ২১ আগস্ট থেকে চট্টগ্রামের নির্ধারিত ১৭ টি গার্লস স্কুল ও কলেজের ছাত্রীদের কাছে থেকে গল্প সংগ্রহ শুরু হয়েছে যা ২৬ আগস্ট পর্যন্ত চলবে।

জানা গেছে, জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচীর তত্বাবধানে সংগৃহীত গল্পগুলো থেকে সেরা ১০ টি গল্প নির্বাচন করা হবে। ২৯ আগস্ট বিকেলে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠ প্রাঙ্গনে ১০টি গল্পের প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হবে। এছাড়া মেগা কনসার্টের আয়োজন করা হয়েছে।

প্রাণ চাটনির খালি প্যাকেট দেখিয়ে কনসার্টে শুধুমাত্র স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীরা প্রবেশ করতে পারবে। জনপ্রিয় সঙ্গীতশিল্পী মেহরাবসহ বিভিন্ন শিল্পী কনসার্টে গান পরিবেশন করবেন। এই আয়োজনের মিডিয়া পার্টনার জাগোনিউজ২৪.কম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।