শিশুদের জন্য বিশেষ জিমেইল ও ইউটিউব


প্রকাশিত: ০৯:২৭ এএম, ২১ আগস্ট ২০১৪

শিশুদের জন্য বিশেষ জিমেইল ও ইউটিউব প্রোফাইল আনছে গুগল। সাধারণত ১৩ বছরের নিচে গুগল অ্যাকাউন্ট করা যায় না। গুগল জানিয়েছে, বয়সের সীমাবদ্ধ থাকায় বেশি জাল অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। ফলে অপরাধের সংখ্যাও বাড়ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র আইন অনুযায়ী, ১৩ বছরের নিচে তথ্য সংগ্রহের উপর বিশেষ আইনী বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে শিশুর পিতামাতার তথ্য দিতে হবে গুগলে অ্যাকাউন্ট খোলার জন্য।

জানা যায়, শুধু শিশুদের ব্যবহার উপযোগী করে গুগলের ভিডিও-শেয়ারিং সাইট ইউটিউবের বিশেষ একটি সংস্করণ তৈরি হবে যাতে তাদের উপযোগী বিশেষ ভিডিও দেখার সুযোগ থাকবে। এ ছাড়াও শিশুদের জন্য আলাদা জিমেইল অ্যাকাউন্ট তৈরির সুযোগ দেবে গুগল কর্তৃপক্ষ।

শিশুদের জন্য জিমেল অ্যাকাউন্ট আসার পর খুব শীঘ্রই তাদের জন্য ইউটিউব অ্যাকাউন্ট প্রকাশ করবে গুগল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।