ভোজনরসিকদের জন্য ফুডপান্ডার নতুন অ্যাপস


প্রকাশিত: ০৫:২৮ এএম, ২০ আগস্ট ২০১৪

ইন্টারনেট ব্যবহারকারী ভোজনরসিকদের জন্য ই-কমার্স সাইট ফুডপান্ডা চালু করেছে ৩টি নতুন মোবাইল অ্যাপস। আইফোন, অ্যানড্রয়েড ও উইন্ডোজ মোবাইল ফোনের উপযোগী করে অ্যাপস গুলো তৈরি করা হয়েছে।

নতুন অ্যাপসের মাধ্যমে লোগো ও থিম কালারে পরিবর্তন এনেছে ফুডপান্ডা। কমলা রঙের মাঝে পান্ডার ছবি দিয়ে তৈরি করা হয়েছে অ্যাপস আইকন।

ফুডপান্ডা বাংলাদেশের বিপণন কর্মকর্তা সাকেরিনা খালেদ বলেন, এই অ্যাপস গুলোর মাধ্যমে খুব সহজেই যে কেউ পছন্দের খাবার অর্ডার দিতে পারছেন। বর্তমানে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে ফুডপান্ডা সেবা দিচ্ছে। খুব শিগগিরই অন্যান্য বিভাগীয় শহরে সেবা কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

অ্যাপস ডাউনলোড করতে ভিজিট করুন www.foodpanda.com.bd/contents/apps

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।