পদত্যাগ করবে ইমরানের দলের সাংসদরা


প্রকাশিত: ০৬:২৫ এএম, ১৯ আগস্ট ২০১৪

পাকিস্তানের জাতীয় সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির দ্বিতীয় প্রধান বিরোধীদল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাংসদরা।

সাবেক পাকিস্তানি ক্রিকেট তারকা ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পদচ্যুত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার দলটির এক শীর্ষ নেতা একথা জানান।
 
গত সাধারণ নির্বাচনে পিটিআই জাতীয় সংসদের ৩৪২টি আসনের মধ্যে ৩৪টিতে জয়লাভ করে এবং দ্বিতীয় প্রধান বিরোধী দলের স্বীকৃতি পায়।
 
২০১৩ সালে অনুষ্ঠিত ওই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগ দাবি করছেন ইমরান খান। এ দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি। এ নির্বাচনে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ (এন)। সূত্র: বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।