চাকরি না পেলে না খেয়ে মারা যাব
আমি গত ৩০ অক্টোবর কুমিল্লা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করি। লিখিত পরীক্ষার ফল ২২ নভেম্বর ২০১৫ তারিখে প্রকাশ হয়। এতে আমি উত্তীর্ণ হই।
গতবছরের ১১ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। অবশেষে জানুয়ারির প্রথম সপ্তাহে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। চূড়ান্ত ফলাফলে আমার রোল নম্বর আসেনি।
আমার দু’টি কোটা ছিল। একটি মুক্তিযোদ্ধা আর একটি প্রতিবন্ধী কোটা। তাছাড়াও আমার পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সচিব স্বাক্ষরিত একটি সুপারিশপত্র ছিল।
আমাদের জায়গা-জমি বলতে কিছুই নেই। থাকিও পরের বাড়িতে, আমি একজন শারীরিক প্রতিবন্ধী ও ভূমিহীন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে যেকোনো কোটায় চাকরি দিয়ে একটি অসহায় পরিবারকে বেঁচে থাকার সুযোগ দিন।
তা না হলে একদিন হয়তো আমরা না খেয়ে মারা যাব। তাই মানবিক বিবেচনায় আমার প্রতি একটু দয়া করুন।
লেখক: তিতাস, কুমিল্লা।
এসইউ/পিআর