সাত মাসেও হয়নি ইনস্ট্রাক্টর পরীক্ষার ফল, পিএসসিতে স্মারকলিপি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:৫০ পিএম, ১০ জানুয়ারি ২০২৫

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট/টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৯ম গ্রেডভুক্ত ইনস্ট্রাক্টর (টেক) ও ওয়ার্কশপ সুপার পদে নিয়োগ পরীক্ষার সাত মাস পার হয়ে গেলেও এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়নি। ফলাফল প্রকাশের দাবিতে পিএসসিতে স্মারকলিপি দিয়েছেন ফলাফল প্রত্যাশীরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কার্যালয়ে স্মারকলিপি দেন ফলাফল প্রত্যাশীরা।

স্মারকলিপিতে ফলাফল প্রত্যাশীরা বলেন, আমরা ২০২১ সালের ২৬ অক্টোবর আবেদন করি। ২০২৩ সালের ১৩ মে লিখিত পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি যা ২০২৪ সালের ২ জুনে শুরু হয়ে ২৬ জুন শেষ হয়। মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর প্রায় ৭ মাস অতিবাহিত হলেও আমরা চাকরিপ্রত্যাশীরা চূড়ান্ত ফলাফল পাই নাই।

স্মারকলিপিতে সার্বিক বিষয় পর্যালোচনা করে অতিদ্রুত চূড়ান্ত ফলাফল প্রকাশ করার মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের বেকার জীবনের অবসান ঘটানোর অনুরোধ করা হয়।

এমএইচএ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।