বেকারত্ব নিরসন করবে ডিজিটাল গ্রাম : জ্যোতিষ সমাদ্দার বাবু

সালাহ উদ্দিন মাহমুদ
সালাহ উদ্দিন মাহমুদ সালাহ উদ্দিন মাহমুদ , লেখক ও সাংবাদিক
প্রকাশিত: ০২:২৬ এএম, ১৩ মে ২০১৬

জ্যোতিষ সমাদ্দার বাবু পেশায় সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি গড়ে তুলেছেন ‘ডিজিটাল গ্রাম’ নামে একটি অনলাইন ভিত্তিক সংগঠন। ২০১২ সালে যাত্রা শুরু করলেও চুপিসারেই কাজ করছেন তারা। অচিরেই বৃহদাকারে আত্মপ্রকাশের পরিকল্পনা রয়েছে জ্যোতিষ সমাদ্দার বাবুর। একঝাঁক তরুণ-তরুণী নিয়ে পূর্ণোদ্যমে এগিয়ে যাওয়ার বাসনা তার।

ডিজিটাল গ্রামের আদ্যোপান্ত নিয়ে জাগো জবসের পক্ষ থেকে তার সঙ্গে কথা বলেছেন বিভাগীয় সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ।

জাগো জবস : ডিজিটাল গ্রামের শুরুটা কখন?
জ্যোতিষ সমাদ্দার বাবু : ‘ডিজিটাল গ্রাম’র শুরুটা ২০১২ সালের দিকে। নিজে সাংবাদিকতা করি। ভাবলাম পাশাপাশি অন্য কিছু তো করা যায়। এছাড়া দেশের বেকার তরুণদের জন্য কিছু করার ইচ্ছে জাগলো। সেই ভাবনা থেকে নিজে নিজেই উদ্যোগ নিলাম।

babu

জাগো জবস : ডিজিটাল গ্রামের কার্যক্রম সম্পর্কে বলুন-
জ্যোতিষ সমাদ্দার বাবু : ডিজিটাল গ্রাম একটি মাসিক পত্রিকার নাম। ‘প্রযুক্তি উন্নয়নের কথা বলে’- স্লোগানে পত্রিকাটির প্রকাশনা শুরু হয়। এর একটি অনলাইন পোর্টালও আছে। যার নাম www.digitalgraam.com। যে পোর্টালটির উদ্দেশ্য হলো উন্নয়নমূলক এবং পজিটিভ সংবাদগুলো প্রকাশ করা এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক, টেকনিক্যাল ভিডিও এবং অনলাইন আউটসোর্সিং, ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেককে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।

জাগো জবস : বর্তমানে কী কী বিষয়ে কাজ করছেন?
জ্যোতিষ সমাদ্দার বাবু : বর্তমানে প্রফেশনাল অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, প্রফেশনাল ব্লগিং ফর অ্যাডসেন্স, ইউটিউব মার্কেটিং, প্রফেশনাল ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, ইউটিউব মার্কেটিং প্রশিক্ষণ কোর্স ও ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন কোর্স চালু রয়েছে। এছাড়া ব্লগে লেখালেখি করার জন্য অনলাইন পোর্টালে ব্লগ সাইট রয়েছে। যেখানে আপনার নিজের লেখাটি পোস্ট করতে পারবেন।    

babu

জাগো জবস : ডিজিটাল গ্রাম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?
জ্যোতিষ সমাদ্দার বাবু : ডিজিটাল গ্রাম শুধু একটি পত্রিকা বা ওয়েব পোর্টাল নয়। এটি এমন একটি প্রতিষ্ঠান হবে, যে প্রতিষ্ঠানের সাথে যুক্ত সবাই নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলবে, সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখবে। এ পোর্টালটির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে বিশেষ করে দরিদ্র, অবহেলিত শিশুদের শিক্ষাগ্রহণের কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা আছে।
 
জাগো জবস : ডিজিটাল গ্রামে তরুণদের সুযোগ কেমন?
জ্যোতিষ সমাদ্দার বাবু : এ প্রতিষ্ঠানটি তারুণ্যের। ডিজিটাল গ্রাম অনলাইন আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। এ বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করে প্রত্যেকেই সাবলম্বী হতে পারবে। ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করবে। বিশেষ করে তরুণ সমাজের জন্য এটি একটি ভালো সুযোগ।

babu

জাগো জবস : বেকারত্ব নিরসনে কতটুকু ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন?
জ্যোতিষ সমাদ্দার বাবু : আপনি জানেন, বর্তমান প্রযুক্তির যুগে পৃথিবী এখন হাতের মুঠোয়। আপনি ইচ্ছা করলে বিদেশের কাজ দেশে বসেও করতে পারেন। বেকারত্ব নিরসনে ডিজিটাল গ্রাম যে কর্মসূচি হাতে নিয়েছে সেটা যদি সফলভাবে করতে পারি তবে উদ্যোক্তা তৈরি হবে এবং বেকারত্ব কমে আসবে।

জাগো জবস : আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ডিজিটাল গ্রামের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
জ্যোতিষ সমাদ্দার বাবু : ডিজিটাল গ্রামের পক্ষ থেকেও জাগো জবসকে অসংখ্য ধন্যবাদ।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।