সাধারণ জ্ঞান : ইউরোপ মহাদেশ- ১ম পর্ব


প্রকাশিত: ০৪:০১ এএম, ০৭ মে ২০১৬

ইউরোপ মহাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। এটি জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয়। আর আয়তনের দিক দিয়ে তৃতীয়। এমন অনেক তথ্যই আমাদের অজানা। চাকরির পরীক্ষায় যা অতীব গুরুত্বপূর্ণ। তাই আজ ইউরোপ মহাদেশ নিয়ে জাগো জবসের ১ম পর্বের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ইউরোপ মহাদেশের আয়তন কত?
উত্তর : ২,২৮,২৫,৯০৫ বর্গ কিলোমিটার।

২. প্রশ্ন : ইউরোপ মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত?
উত্তর : উত্তর গোলার্ধে।

৩. প্রশ্ন : জনসংখ্যার দিক দিয়ে ইউরোপ কততম মহাদেশ?
উত্তর : দ্বিতীয়।

৪. প্রশ্ন : ইউরোপ মহাদেশ পৃথিবীর মোট আয়তনের কত অংশ?
উত্তর : ১৫.৭% ।

৫. প্রশ্ন : আয়তনের দিক দিয়ে ইউরোপ কততম মহাদেশ?
উত্তর : তৃতীয়।

৬. প্রশ্ন : ইউরোপের মোট উপকূল রেখা কত?
উত্তর : ৪১,২০৪ কিলোমিটার।

৭. প্রশ্ন : আয়তনে ইউরোপ এশিয়ার কতভাগের সমান?
উত্তর : পাঁচ ভাগের একভাগ।

৮. প্রশ্ন : ইউরোপের পূর্বদিকে কোন সাগরের অবস্থান?
উত্তর : ক্যাম্পিয়ান সাগর।

৯. প্রশ্ন : ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর : ভলগা।

১০. প্রশ্ন : ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিরি কী কী?
উত্তর : ভিসুুভিয়াস ও ইটনা।

১১. প্রশ্ন : আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ কোনটি?
উত্তর : রাশিয়া।

১২. প্রশ্ন : রাশিয়ার আয়তন কত?
উত্তর : ১,৬৯,৯৫,৮০০ বর্গ কিলোমিটার।

১৩. প্রশ্ন : লোক সংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর : রাশিয়া ।

১৪. প্রশ্ন : ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিরি ভিসুুভিয়াস কোন দেশে?
উত্তর : ইতালি।

১৫. প্রশ্ন : ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিরি ইটনা কোন দেশে?
উত্তর : সিসিলি।

১৬. প্রশ্ন : ইউরোপের প্রধান প্রধান নদীর নাম কী?
উত্তর : দানিউব, ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিন ও রোন।

১৭. প্রশ্ন : দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর : ব্ল্যাক ফরেস্ট থেকে।

১৮. প্রশ্ন : ভলগা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তর : ক্যাম্পিয়ান সাগর।

১৯. প্রশ্ন : কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত?
উত্তর : টেমস।

২০. প্রশ্ন : পৃথিবীর সর্ববৃহৎ মৎস্যচারণ ক্ষেত্র কোনটি?
উত্তর : ডগার্স ব্যাংক।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।