চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩০ জনের চাকরির সুযোগ
দিনাজপুর জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন আদালতের কার্যালয়সমূহে ১৩টি পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ অক্টোবর বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে।
প্রতিষ্ঠানের নাম: চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দিনাজপুর
পদের বিবরণ
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে ৮-১২ নং পদের প্রার্থী দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল: দিনাজপুর
- আরও পড়ুন
- ১৫৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন ফি ২২৩ টাকা
- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ১৫৩ জনের নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
- ভূমি মন্ত্রণালয়ে ২৩৮ জনের নিয়োগ, আবেদন ফি ২২৩ টাকা
- ৩৬৯ জনকে নিয়োগ দেবে নির্বাচন কমিশন সচিবালয়
বয়স: ২৮ অক্টোবর ২০২৪ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর
আবেদনের ঠিকানা: চেয়ারম্যান, নিয়োগ-সংক্রান্ত বাছাই কমিটি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দিনাজপুর। আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে পারবেন।
আবদেন ফি: আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ ১-৮ নং পদের জন্য ২০০ টাকা, ৯-১২ নং পদের জন্য ১০০ টাকা বাংলাদেশ অথবা সোনালী ব্যাংক পিএলসির ট্রেজারি চালানের মাধ্যমে ১-২১৪১-০০০০-২০৩১ ১৪২২৩২৬ নম্বর কোডে জমা দিতে হবে। টাকা জমার রশিদ অথবা চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ২৮ অক্টোবর ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট
এমআইএইচ