স্থানীয়দের চাকরির সুযোগ নেই


প্রকাশিত: ০১:৫৩ এএম, ০৭ মে ২০১৬

শিল্পশহর চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জেলা সীতাকুণ্ড। জাতীয় অর্থনীতিতে সীতাকুণ্ডের অবদান চোখে পড়ার মতো। কিন্তু এত শিল্পপ্রতিষ্ঠান থাকার পরও এসব প্রতিষ্ঠানে স্থানীয় লোকদের চাকরির সুযোগ নেই বললেই চলে।

এ অঞ্চলে কলকারখানা ছাড়া অন্য কাজের সুযোগ কম। তাই এখানে বেকারত্ব বাড়ছেই। স্থানীয় লোকজন চাকরির জন্য এলাকার অফিস বা কারখানাগুলোতে গেলে তাদের ফিরিয়ে দেয়ার প্রবণতা লক্ষণীয় মাত্রায় বৃদ্ধি পেয়েছে। যথাযথ যোগ্যতা থাকার পরও চাকরি না পাওয়ায় হতাশায় ভেঙে পড়ছে তরুণরা।

ফলে তারা জড়িয়ে পড়ছে নানা অসামাজিক কার্যকলাপে। তাহলে স্থানীয় হওয়া কি অপরাধ? যে এলাকার ওপর গড়ে উঠেছে এত শিল্পপ্রতিষ্ঠান, তাদের কি সেখানে কোনো অধিকার নেই?

লেখক: সীতাকুণ্ড, চট্টগ্রাম।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।