সাধারণ জ্ঞান : উপমহাদেশে আন্দোলন


প্রকাশিত: ০৫:১৫ এএম, ০৫ মে ২০১৬

ব্রিটিশ শাসনামলে ভারত উপমহাদেশে কয়েকবার যুদ্ধ হয়। সাথে সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনও চলতে থাকে। তাদের এ উপমহাদেশ থেকে উচ্ছেদ করতে সবাই একাত্মতা ঘোষণা করে। দীর্ঘ একশ’ বছর পর তারা চলে যেতে বাধ্য হয়। তাই চাকরিপ্রার্থীদের সে সময়ের কিছু ইতিহাস স্মরণ করিয়ে দিতেই আজ জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : কত খ্রিস্টাব্দে নবাব সিরাজুদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন?
উত্তর : ২০ জুন ১৭৫৬।

২. প্রশ্ন : কোন সালে নবাব আলীবর্দী খানের মৃত্যু হয়?
উত্তর : ১৭৫৬ সালে।

৩. প্রশ্ন : পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর : ২৩ জুন ১৭৫৭।

৪. প্রশ্ন : নবাব সিরাজুদ্দৌলা কোন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৭৩৩ খ্রিস্টাব্দে।

৫. প্রশ্ন : নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে কোন সালে যুদ্ধ বাধে?
উত্তর : ১৭৬৪ সালে।

৬. প্রশ্ন : ছিয়াত্তরের মন্বন্তর কখন হয়েছিল?
উত্তর : ১১৭৬ বাংলা, ১৭৭০ ইংরেজি সালে।

৭. প্রশ্ন : পঞ্চাশের মন্বন্তর কখন হয়েছিল?
উত্তর : ১৩৫০ বাংলা, ১৯৪৩ ইংরেজি সালে।

৮. প্রশ্ন : ‘অন্ধকূপ হত্যাকাণ্ড’ কখন সংগঠিত হয়েছিল?
উত্তর : ১৭৫৬ সালে।

৯. প্রশ্ন : কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় কোন সালে?
উত্তর : ১৬৯০ সালে।

১০. প্রশ্ন : বর্গী নামে কারা পরিচিতি ছিল?
উত্তর : মারাঠারা।

১১. প্রশ্ন : কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন?
উত্তর : নবাব মীর কাশিম।

১২. প্রশ্ন : ইংরেজদের সাথে মীর কাশিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল কোথায়?
উত্তর : বক্সারে।

১৩. প্রশ্ন : বক্সারের যুদ্ধ হয়েছিল কোন সালে?
উত্তর : ১৭৬৪ সালে।

১৪. প্রশ্ন : আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক?
উত্তর : লর্ড বেন্টিঙ্ক।

১৫. প্রশ্ন : সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে?
উত্তর : লর্ড বেন্টিঙ্ক।

১৬. প্রশ্ন : ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ কোথায় সংঘটিত হয়?
উত্তর : বঙ্গদেশের ব্যারাকপুরে।

১৭. প্রশ্ন : ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ কোন সালে সংঘটিত হয়?
উত্তর : ১৮৫৭ সালের ৯ মার্চ।

১৮. প্রশ্ন : সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট ২য় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেন?
উত্তর : মায়ানমারে।

১৯. প্রশ্ন : মোঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায় অবস্থিত?
উত্তর : মায়ানমারে।

২০. প্রশ্ন : উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উত্তর : লর্ড মাউন্ট ব্যাটেন।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।