সাধারণ জ্ঞান : উপমহাদেশে ইংরেজ শাসন


প্রকাশিত: ০৫:২৩ এএম, ০৪ মে ২০১৬

ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম নিয়ে বাণিজ্য করতে আসে ইংরেজরা। আসার পর থেকেই শুরু হয় ষড়যন্ত্র। অবশেষে তারা জোর করে শাসন ক্ষমতা দখল করে। তাই ইংরেজদের আগমন ও শাসন ব্যবস্থা নিয়ে আজ জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে?
উত্তর : সুরাটে।

২. প্রশ্ন : কে শান্তিপূর্ণ বাণিজ্যনীতি পরিত্যাগ করে বন্দর আক্রমণ করে?
উত্তর : ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড।

৩. প্রশ্ন : বাংলায় ইংরেজদের কোন কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল?
উত্তর : ফোর্ট উইলিয়াম।

৪. প্রশ্ন : মোঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় কোন সালে?
উত্তর : ১৬৬০ সালে।

৫. প্রশ্ন : কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : ইংরেজ কর্মচারী জন চার্নক।

৬. প্রশ্ন : ইংরেজরা কোন সালে বাংলা আক্রমণ করে?
উত্তর : ১৬৮৬ সালে।

৭. প্রশ্ন : ইংরেজরা কবে কলকাতা অধিকার করে?
উত্তর : ০২ জানুয়ারি ১৭৫৭।

৮. প্রশ্ন : উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উত্তর : লর্ড ক্লাইভ।

৯. প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তণ করেন কে?
উত্তর : লর্ড ক্লাইভ।

১০. প্রশ্ন : দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালু হয়?
উত্তর : ১৭৬৭ সালে।

১১. প্রশ্ন : দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব কার ওপর ন্যাস্ত হয়?
উত্তর : নবাবের ওপর।

১২. প্রশ্ন : দ্বৈত শাসন ব্যবস্থায় রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ন্যাস্ত হয়?
উত্তর : লর্ড ক্লাইভ।

১৩. প্রশ্ন : বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিত করেন?
উত্তর : ওয়ারেন হেস্টিংস।

১৪. প্রশ্ন : নিলাম সূত্রে কে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন?
উত্তর : ওয়ারেন হেস্টিংস।

১৫. প্রশ্ন : ওয়ারেন হেস্টিংস কবে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন?
উত্তর : ১৭৭২ সালে।

১৬. প্রশ্ন : চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তণ করেন কে?
উত্তর : লর্ড কর্নওয়ালিস।

১৭. প্রশ্ন : চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তণ করা হয়?
উত্তর : ১৭৯৩ সালে।

১৮. প্রশ্ন : কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন?
উত্তর : ওয়ারেন হেস্টিংস।

১৯. প্রশ্ন : উপমহাদেশে সর্বপ্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন কোন ইংরেজ শাসক?
উত্তর : ওয়ারেন হেস্টিংস।

২০. প্রশ্ন : পাঁচশালা বন্দোবস্তের কে প্রবর্তণ করেন?
উত্তর : ওয়ারেন হেস্টিংস।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।