সাধারণ জ্ঞান : আলোচিত বাংলা সাহিত্য


প্রকাশিত: ০৪:২৭ এএম, ৩০ এপ্রিল ২০১৬

সাধারণ জ্ঞান অংশে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন বাধ্যতামূলক। সুতরাং সাহিত্যে ভালো করতে করতে হলে নিয়মিত চর্চা করতে হয়। তাই আজ ‘বাংলা সাহিত্য’ বিষয় নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ‘পথের দাবি’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

২. প্রশ্ন : ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

৩. প্রশ্ন : ‘রক্তকরবী’ কোন ধরনের গ্রন্থ?
উত্তর : রবীন্দ্রনাথের নাটক।

৪. প্রশ্ন : পদাবলী’র প্রথম কবি কে?
উত্তর : চণ্ডীদাস।

৫. প্রশ্ন : দোভাষী পুঁথি বলতে কী বোঝায়?
উত্তর : কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি।

৬. প্রশ্ন : ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : মোহাম্মদ নাসির উদ্দিন।

৭. প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
উত্তর : মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান।

৮. প্রশ্ন : ‘পথের দাবী’ কী?
উত্তর : উপন্যাস।

৯. প্রশ্ন : হযরত মুহাম্মদ (স.) এর জীবনীগ্রন্থ-
উত্তর : মরুভাস্কর।

১০. প্রশ্ন : ‘ভানুসিংহের পদাবলী’ লিখেছেন-
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

১১. প্রশ্ন : বাংলা একাডেমি’র সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক কে?
উত্তর : ড. আহমদ শরীফ।

১২. প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
উত্তর : দীনেশচন্দ্র সেনগুপ্ত।

১৩. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
উত্তর : বাউণ্ডুলের আত্মকাহিনী।

১৪. প্রশ্ন : ‘পথিক তুমি পথ হারাইয়াছ’- কোন উপন্যাসের সংলাপ?
উত্তর : কপালকুণ্ডলা।

১৫. প্রশ্ন : পদ বা পদাবলী বলতে কী বুঝায়?
উত্তর : পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা।

১৬. প্রশ্ন : রোহিনী-বিনোদিনী-কিরণ্ময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
উত্তর : কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন।

১৭. প্রশ্ন : চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
উত্তর : মনসামঙ্গল।

১৮. প্রশ্ন : ‘ইউসুফ জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
উত্তর : শাহ মুহম্মদ সগীর।

১৯. প্রশ্ন : কখনো উপন্যাস লেখেননি-
উত্তর : সুধীন্দ্রনাথ দত্ত।

২০. প্রশ্ন : ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা-
উত্তর : আখতারুজ্জামান ইলিয়াস।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।