সাধারণ জ্ঞান : বাংলা ব্যাকরণ


প্রকাশিত: ০৬:০২ এএম, ২৮ এপ্রিল ২০১৬

সাধারণ জ্ঞান অংশে বাংলা সাহিত্যের পাশাপাশি বাংলা ব্যাকরণ থেকেও প্রশ্ন থাকে। সুতরাং সাহিত্যের সঙ্গে ব্যাকরণেরও নিয়মিত চর্চা করতে হয়। তাই আজ ‘বাংলা ব্যাকরণ’ বিষয় নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ- কে রচনা করেন?
উত্তর : সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

২. প্রশ্ন : ‘যত বড় মুখ নয় তত বড় কথা’‒ এখানে ‘মুখ’ বলতে কী বোঝায়?
উত্তর : শক্তি

৩. প্রশ্ন : যে বানানটি শুদ্ধ?
উত্তর : মুমূর্ষু।

৪. প্রশ্ন : অপলাপ- শব্দের অর্থ কী?
উত্তর : অস্বীকার

৫. প্রশ্ন : কোনটি অনুজ্ঞা?
উত্তর : তুমি যাও।

৬. প্রশ্ন : ‘বিরাগী’ শব্দের অর্থ কী?
উত্তর : উদাসীন।

৭. প্রশ্ন : ‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!’- এই বাক্যের কী-এর অর্থ-
উত্তর : বিরক্তি।

৮. প্রশ্ন : হ্ম-এর বিশ্লিষ্ট রূপ-
উত্তর : হ+ম।

৯. প্রশ্ন : নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-
উত্তর : কল্যাণীয়েষু।

১০. প্রশ্ন : পেয়ারা- কোন ভাষা থেকে আগত শব্দ?
উত্তর : পর্তুগিজ।

১১. প্রশ্ন : সমার্থক শব্দগুচ্ছ-
উত্তর : শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ।

১২. প্রশ্ন : শুদ্ধ বানানের শব্দগুচ্ছ-
উত্তর : স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিকী।

১৩. প্রশ্ন : প্রাতঃরাশ- এর সন্ধি-
উত্তর : প্রাতঃ + আশ।

১৪. প্রশ্ন : যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয়-
উত্তর : ক্রিয়া বিশেষণ।

১৫. প্রশ্ন : রামগরুড়ের ছানা- কথাটির অর্থ-
উত্তর : গোমড়ামুখো লোক।

১৬. প্রশ্ন : বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি-
উত্তর : ঢাকা, ২১-ফেব্রুয়ারি, ১৯৫২।

১৭. প্রশ্ন : বামেতর- শব্দটির অর্থ-
উত্তর : ডান।

১৮. প্রশ্ন : প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন-
উত্তর : অশোক মুখোপাধ্যায়।

১৯. প্রশ্ন : নিরানব্বইয়ের ধাক্কা- বাগধারাটির অর্থ-
উত্তর : সঞ্চয়ের প্রবৃত্তি।

২০. প্রশ্ন : যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-
উত্তর : নিত্য সমাস।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।