পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ, আবেদন ফি ২০০ টাকা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৫ জুলাই ২০২৪
নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির লোগো। ছবি- ফাইল ছবি

নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি ‘সহকারী ক্যাশিয়ার’ পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে সহকারী ক্যাশিয়ার পদটি নারীদের জন্য সংরক্ষিত। আগ্রহীরা প্রার্থীরা আগামী ২৫ জুলাই পর্যন্ত ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি

পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
কর্মস্থল: নেত্রকোণা

আরও পড়ুন

বয়স: ২৫ জুলাই ২০২৪ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত আবেদনপত্র ব্যতিত সাদা কাগজ/অন্য কোনো আবেদনপত্র ভুল/অসম্পূর্ণ বলে গণ্য হবে।

আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজেন্দ্রপুর, চল্লিশা, নেত্রকোণা।

আবেদন ফি: জেনারেল ম্যানেজার, নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিলী ব্যাংকে ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকার রশিদ পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ জুলাই ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: যুগান্তর, ২৯ জুন ২০২৪

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।