আজকের সাধারণ জ্ঞান : ২৩ এপ্রিল ২০১৬


প্রকাশিত: ০৫:০৭ এএম, ২৩ এপ্রিল ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস-
উত্তর : মৃত্যুক্ষুধা।

২. প্রশ্ন : ‘বনফুল’ কার ছদ্মনাম?
উত্তর : বলাইচাঁদ মুখোপাধ্যায়।

৩. প্রশ্ন : ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ পঙক্তির রচয়িতা কে?
উত্তর : মদন মোহন তর্কালঙ্কার।

৪. প্রশ্ন : কোনটি ‘পক্ক’ অর্থে প্রকাশ পায়?
উত্তর : পাকা আম।

৫. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
উত্তর : দীনেশ চন্দ্র সেন।

৬. প্রশ্ন : ‘বঙ্গ দর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
 
৭. প্রশ্ন : কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয়?
উত্তর : রক্তাম্বরধারিণী মা।
 
৮. প্রশ্ন : ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?
উত্তর : সমাপ্তি।
 
৯. প্রশ্ন : ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর : রশিদ করিম।
 
১০. প্রশ্ন : ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?
উত্তর : উপন্যাস।
 
১১. প্রশ্ন : কোনটি মুহাম্মদ এনামুল হকের রচনা?
উত্তর : মনীষা মঞ্জুরী।
 
১২. প্রশ্ন : বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
 
১৩. প্রশ্ন : জসীমউদদীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর : কল্লোল।
 
১৪. প্রশ্ন : ‘ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কী?
উত্তর : বর্ধমান।
 
১৫. প্রশ্ন : Stockings are _ socks.
উত্তর : long.
 
১৬. প্রশ্ন : Many students will now be starting to _ about their exams result.
উত্তর : worry.

১৭. প্রশ্ন : Climate is a _ of the environment.
উত্তর : state.

১৮. প্রশ্ন : √2 সংখ্যাটি কী সংখ্যা?
উত্তর : একটি অমূলদ সংখ্যা।

১৯. প্রশ্ন : x+1/x=√3 হলে x^3+1/x^3 এর মান কত?
উত্তর : 0.

২০. প্রশ্ন : ১ মিটার কত ইঞ্চির সমান?
উত্তর : ৩৯.৩৭ ইঞ্চি।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।