আজকের সাধারণ জ্ঞান : ২০ এপ্রিল ২০১৬


প্রকাশিত: ০১:৫৫ এএম, ২০ এপ্রিল ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?
উত্তর : কুড়িল দ্বীপপুঞ্জ।

২. প্রশ্ন : যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়?
উত্তর : হাওয়াই।

৩. প্রশ্ন : অভিন্ন ইউরোপ গঠনের লক্ষে মাসট্রিচট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দু’বার গণভোটের আয়োজন করেছিল?
উত্তর : ডেনমার্ক।

৪. প্রশ্ন : শেভেন চুক্তি হচ্ছে-
উত্তর : কর হ্রাস করা চুক্তি।

৫. প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কোন স্টেটে নির্বাচকমণ্ডলীর ভোটের সংখ্যা বেশি?
উত্তর : ক্যালিফোর্নিয়া।

৬. প্রশ্ন : যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন। তিনি কে?
উত্তর : ফ্রাঙ্কলিন রুজভেল্ট।

৭. প্রশ্ন : নারীর প্রতি সকল বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয়-
উত্তর : ১৯৭৯ সালে।

৮. প্রশ্ন : জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর : ট্রাইগভে লাই।

৯. প্রশ্ন : মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তর : মেসেডোনিয়া।

১০. প্রশ্ন : আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?
উত্তর : ফিলিপাইন।

১১. প্রশ্ন : সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত?
উত্তর : ২০১৫।

১২. প্রশ্ন : ইউরো মুদ্রা কখন চালু হয়?
উত্তর : ১৯৯৯ সালের ১ জানুয়ারি।

১৩. প্রশ্ন : ভারতের কোন রাজ্যের রাজধানী ‘ইস্ফল’?
উত্তর : মনিপুর।

১৪. প্রশ্ন : গ্রিনিচ মান সময়ের সংগে বাংলাদেশের সময়ের পার্থক্য কত?
উত্তর : ৬ ঘণ্টা।

১৫. প্রশ্ন : লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
উত্তর : ফ্রান্স।

১৬. প্রশ্ন : what do you get?
উত্তর : 70.

১৭. প্রশ্ন : If a man swims 4 miters upstream at 1 mph and back downstream to the same point at 4 mph, what is his average speed?
উত্তর : 1.6 mph.

১৮. প্রশ্ন : I cannot _to pay such high prices.
উত্তর : afford.

১৯. প্রশ্ন : কোন তারিখে ‘আন্তর্জাতিক পরিবেশ দিবস’ পালিত হয়?
উত্তর : ৫ জুন।

২০. প্রশ্ন : বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
উত্তর : ভৈরব।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।