পিএসসি চেয়ারম্যান

বছরে শেষ হবে একটি বিসিএস, সুফল পাবেন চাকরিপ্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২৬ এপ্রিল ২০২৪

বছরে একটি করে বিসিএস শেষ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।

তিনি বলেন, এখন থেকে বছরে একটি বিসিএস শেষের পরিকল্পনা করেছে কমিশন। আশা করছি, এতে চাকরিপ্রার্থীরা সুফল পাবেন।

শুক্রবার (২৬ এপ্রিল) ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন পিএসসি চেয়ারম্যান। কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সোহরাব হোসাইন বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। শিগগির আমরা প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করবো।

দেশের ৮ বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) হয়। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয় এই পরীক্ষা। যা শেষ হয় দুপুর ১২টায়। ৪৬তম বিসিএসে আবেদন জমা পড়ে ৩ লাখ ৩৮ হাজারেরও কিছু বেশি।

পিএসসির তথ্যানুযায়ী, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে শূন্যপদের সংখ্যা ৩ হাজার ১৪০টি। এরমধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে ৫২০ জনকে নিয়োগ দেওয়া হবে।

এএএইচ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।