আজকের সাধারণ জ্ঞান : ১৮ এপ্রিল ২০১৬


প্রকাশিত: ০১:৫০ এএম, ১৮ এপ্রিল ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে কোন গ্রীন হাউজ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে?
উত্তর : কার্বন-ডাই-অক্সাইড।

২. প্রশ্ন : কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কী?
উত্তর : বালু।

৩. প্রশ্ন : সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে-
উত্তর : ১০ নিউটন।

৪. প্রশ্ন : মানুষের ক্রোমোজমের সংখ্যা কত?
উত্তর : ২৩ জোড়া।

৫. প্রশ্ন : বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
উত্তর : ২২ : ৭।

৬. প্রশ্ন : Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম কী?
উত্তর : ডলি।

৭. প্রশ্ন : দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় কীসের খনিজ প্রকল্পের কাজ চলছে?
উত্তর : কয়লা।

৮. প্রশ্ন : ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কীসের ভিত্তিতে তৈরি?
উত্তর : সিলিকন চিপ।

৯. প্রশ্ন : শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র কোনটি?
উত্তর : অডিও মিটার।

১০. প্রশ্ন : বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয়-
উত্তর : নাইক্রম তার।

১১. প্রশ্ন : শুষ্ক বরফ বলা হয়-
উত্তর : হিমায়িত কার্বন-ডাই-অক্সাইডকে।

১২. প্রশ্ন : নিউমোনিয়া রোগে আক্রন্ত হয় মানবদেহের-
উত্তর : ফুসফুস।

১৩. প্রশ্ন : If two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes.
উত্তর : 6.

১৪. প্রশ্ন : The fifth consonant from the beginning of this sentence is the letter_.
উত্তর : t.

১৫. প্রশ্ন : If the second day of the month is a Monday, the eighteenth day of the month is a _.
উত্তর : Wednesday.

১৬. প্রশ্ন : হাড় ও দাঁতকে মজবুত করে-
উত্তর : ফসফরাস।

১৭. প্রশ্ন : সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণ হয়-
উত্তর : লাল আলোতে।

১৮. প্রশ্ন : √2/(√6+2) সমান-
উত্তর : √3-√2.

১৯. প্রশ্ন : একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
উত্তর : ১২৮ বর্গফুট।

২০. প্রশ্ন : a+1/a=√3 হলে a^2+1/a^2 এর মান কত?
উত্তর : 1.

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।