আজকের সাধারণ জ্ঞান : ০৭ এপ্রিল ২০১৬


প্রকাশিত: ০৫:১০ এএম, ০৭ এপ্রিল ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে?
উত্তর : ৩৪টি (বাড়তে পারে)।
 
২. প্রশ্ন : বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর : লর্ড কার্জন।
 
৩. প্রশ্ন : বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?
উত্তর : সেন্টমার্টিন।

৪. প্রশ্ন : আইএলও’র সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর : জেনেভা।
 
৫. প্রশ্ন : এসকাপের সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর : ব্যাংকক।
 
৬. প্রশ্ন : ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায়?
উত্তর : ব্রাসেলস।

৭. প্রশ্ন : বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
উত্তর : ভারত।
 
৮. প্রশ্ন : বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
উত্তর : শেখ মুজিবুর রহমান।
 
৯. প্রশ্ন : সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল?
উত্তর : গৌড়।
 
১০. প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর : জেনারেল আতাউল গনি ওসমানী।

১১. প্রশ্ন : When one is ‘pragmatic’ he is being__
উত্তর : practical.
 
১২. প্রশ্ন : ‘Into the __ of death rode the six hundred.’
উত্তর : valley.
 
১৩. প্রশ্ন : ‘To be or not to be, that is the__.’
উত্তর : question.

১৪. প্রশ্ন : পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
উত্তর : ৩টি।
 
১৫. প্রশ্ন : East London কোথায় অবস্থিত?
উত্তর : দক্ষিণ আফ্রিকায়।
 
১৬. প্রশ্ন : ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তর : লর্ড মাউন্টব্যাটেন।
 
১৭. প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উত্তর : ১১টি।
 
১৮. প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
উত্তর : জন কেরি।
 
১৯. প্রশ্ন : ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর : নরেন্দ্র মোদি।
 
২০. প্রশ্ন : জাতিসংঘের সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর : নিউইয়র্ক।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।