আজকের সাধারণ জ্ঞান : ০৪ এপ্রিল ২০১৬


প্রকাশিত: ০২:৪৩ এএম, ০৪ এপ্রিল ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?
উত্তর : ৩০ দিনে।

২. প্রশ্ন : f(x)=x^3+kx^2-6x+9; k-এর মান কত হলে f(3)=0 হবে
উত্তর : -2.

৩. প্রশ্ন : x>y এবং z
উত্তর : xz>yz.

৪. প্রশ্ন : একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
উত্তর : 50.

৫. প্রশ্ন : কোনটি বৃত্তের সমীকরণ?
উত্তর : x^2+y^2=16.

৬. প্রশ্ন : a+1/a=3 হলে a^3+1/(a^3) এর মান কত?
উত্তর : 18.

৭. প্রশ্ন : loga (m/n)= কত?
উত্তর : loga^m-logn.

৮. প্রশ্ন : দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুটি সমকোণ হলে একটিকে অপরটির কী বলে?
উত্তর : সম্পূরক কোণ।

৯. প্রশ্ন : বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা-কে কী বলা হয়?
উত্তর : ব্যাস।

১০. প্রশ্ন : দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য কোন শর্তটি যথেষ্ট নয়?
উত্তর : একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান।

১১. প্রশ্ন : কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?
উত্তর : ৩:৪:৫.

১২. প্রশ্ন : একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরের একটি স্থান থেকে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30^0 হলে মিনারটির উচ্চতা কত?
উত্তর : 20/√ 3 মিটার।

১৩. প্রশ্ন : ১৩.৩/৪% এর সমান?
উত্তর : ১১/৮০।

১৪. প্রশ্ন : ৩, ৯, ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
উত্তর : 12.

১৫. প্রশ্ন : 3x^3+2x^2-21x-20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে-
উত্তর : x+1.

১৬. প্রশ্ন : বাংলা সাহিত্যের আদি কবি কে?
উত্তর : লুইপা।

১৭. প্রশ্ন : The bad news struck him like a bolt from the__
উত্তর : blue.

১৮. প্রশ্ন : Choose the correctly spelt word-
উত্তর : Tsunami.
 
১৯. প্রশ্ন : Which living in poverty, the poet had to _ a great deal of sufferings.
উত্তর : put up with.
 
২০. প্রশ্ন : Wordsworth introduced the readers _ a new kind of poetry.
উত্তর : to.

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।