৩৪তম বিসিএসে নিয়োগের অপেক্ষা


প্রকাশিত: ০৯:২৯ এএম, ০৩ এপ্রিল ২০১৬

২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ওই বছরের ২৪ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী এতে অংশ নেন। একই বছর ১৪ জুলাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এরপর পরবর্তী বছর অর্থাৎ ২০১৪ সালের ২৪ মার্চ থেকে লিখিত পরীক্ষা নেয়া হয়, যার ফল প্রকাশিত হয় ১৮ ডিসেম্বর ২০১৪। পরবর্তীকালে ১৮ জানুয়ারি থেকে ১ জুন ২০১৫ পর্যন্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১০ হাজার পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষা নেয়া হয়। সর্বশেষ গত বছর ২৯ আগস্ট ২ হাজার ১৫৯ জনকে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করে পিএসসি।

জানা গেছে, চূড়ান্ত ফলের সাত মাস পার হলেও বিভিন্ন সরকারি সংস্থা/বিভাগ কর্তৃক প্রার্থীদের প্রত্যয়ন ও কাগজপত্র যাচাই-বাছাই শেষ না হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় গেজেট প্রকাশ করতে পারছে না। এদিকে গত বছরের আগস্টে চূড়ান্ত ফল প্রকাশের পর থেকে অনেকেই অন্য চাকরি থেকে ইস্তফা দিয়ে বেকার দিন কাটাচ্ছেন।

ইতিমধ্যে ৩৫তম বিসিএসের মৌখিক পরীক্ষাও শুরু হয়ে গেছে এবং ৩৪তম বিসিএসে উত্তীর্ণ অনেকেই ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেননি, আবার অনেকে করবেন কিনা বুঝতে পারছেন না শুধু গেজেট ও নিয়োগের অপেক্ষায়।

আমরা ৩৪তম বিসিএসে উত্তীর্ণ পরীক্ষার্থীরা এই দীর্ঘসূত্রতার অবসান চাই। অনেক সময় চলে গেছে, দয়া করে আমাদের আর বসিয়ে রাখবেন না।

লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।