আজকের সাধারণ জ্ঞান : ০২ এপ্রিল ২০১৬


প্রকাশিত: ০২:২০ এএম, ০২ এপ্রিল ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হয়?
উত্তর : গজারিয়া।

২. প্রশ্ন : ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়?
উত্তর : ২০০০ সালে।

৩. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
উত্তর : কাঁঠাল।

৪. প্রশ্ন : ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : থিম্পু।

৫. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
উত্তর : EU.

৬. প্রশ্ন : আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন?
উত্তর : ডিনামাইট।

৭. প্রশ্ন : I know him.
উত্তর : He is known to me.

৮. প্রশ্ন : A lion may be helped even by a little mouse.
উত্তর : Even a little mouse may help a lion.

৯. প্রশ্ন : Choose the correctly spelt word-
উত্তর : Supersede.

১০. প্রশ্ন : The horror movie scared them out of their-
উত্তর : wits.

১১. প্রশ্ন : The people who carry a coffin at a funeral are called-
উত্তর : Pallbearers.

১২. প্রশ্ন : কোন দেশটি G-8 এর সদস্য নয়?
উত্তর : সুইডেন।

১৩. প্রশ্ন : হাজার হ্রদের দেশ কোনটি?
উত্তর : ফিনল্যান্ড।

১৪. প্রশ্ন : কোথায় সেনাবাহিনী নেই?
উত্তর : মালদ্বীপ।

১৫. প্রশ্ন : কবে রেডক্রস প্রতিষ্ঠা হয়?
উত্তর : ১৮৬৩ সালে।

১৬. প্রশ্ন : ‘বিশ্ব মানবাধিকার দিবস’ কবে পালন হয়?
উত্তর : ১০ ডিসেম্বর।

১৭. প্রশ্ন : FIFA প্রতিষ্ঠা হয় কবে?
উত্তর : ১৯০৪ সালে।

১৮. প্রশ্ন : কিরগিস্তানের রাজধানী কোথায়?
উত্তর : বিশকেক।

১৯. প্রশ্ন : রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
উত্তর : অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

২০. প্রশ্ন : গ্রীনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
উত্তর : নিম্নভূমি নিমজ্জিত হবে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।