সরকারি চাকুরেদের পেনশন


প্রকাশিত: ১১:২০ এএম, ২৯ মার্চ ২০১৬

বেসামরিক সরকারি চাকুরেদের পেনশন মঞ্জুরি ও পরিশোধ-সংক্রান্ত বিধি অধিকতর সহজ করে সরকার ২০০৯ সালের জানুয়ারি মাসে গেজেট প্রকাশ করে।

সংশোধিত পেনশন বিধিমালা অনুযায়ী অবসর-উত্তর ছুটি শেষ হওয়ার আগে পেনশন মঞ্জুরিপত্র অবসরে যাওয়া চাকুরের হাতে বুঝিয়ে দেয়ার কথা। কিন্তু বাংলাদেশ ডাক বিভাগে এই পেনশন বিধিমালা মানা হচ্ছে না। বরং এর মাধ্যমে অবসরে যাওয়া চাকুরেদের হয়রানি করা হচ্ছে।

ডাক বিভাগের চাকরি থেকে অবসর নিয়ে আমি এখন অর্থকষ্টে আছি এবং পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: অবসরপ্রাপ্ত, ঢাকা।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।