আজকের সাধারণ জ্ঞান : ২৯ মার্চ ২০১৬


প্রকাশিত: ০৪:৪২ এএম, ২৯ মার্চ ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ‘এপিকালচার’ বলতে বোঝায়-
উত্তর : মৌমাছির চাষ।
 
২. প্রশ্ন : কোন নিস্ক্রীয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই?
উত্তর : হিলিয়াম।
 
৩. প্রশ্ন : আকাশে বিদ্যুৎ চমকায়-
উত্তর : মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে।
 
৪. প্রশ্ন : কাজ ও বলের একক যথাক্রমে-
উত্তর : জুল ও ডাইন।
 
৫. প্রশ্ন : বিদ্যুতের উচ্চতম ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়-
উত্তর : স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে।
 
৬. প্রশ্ন : জারন বিক্রিয়ায় ঘটে-
উত্তর : ইলেকট্রন বর্জন।
 
৭. প্রশ্ন : ভারি পানির সংকেত হচ্ছে-
উত্তর : D2O.
 
৮. প্রশ্ন : আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?
উত্তর : প্রোটন সংখ্যা সমান থাকে।
 
৯. প্রশ্ন : In each of the following questions, out of the given alternatives, choose the one that best expresses the meaning of the given word: Sporadic
উত্তর : Scattered.
 
১০. প্রশ্ন : In each of the following questions, out of the given alternatives, choose the one that best expresses the meaning of the given word: Omnipotent
উত্তর : Supreme.
 
১১. প্রশ্ন : In each of the following questions, choose the word opposite in meaning to the given word: Repeal
উত্তর : Enact.
 
১২. প্রশ্ন : In each of the following questions, choose the word opposite in meaning to the given word: Equity
উত্তর : Bias.
 
১৩. প্রশ্ন : In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given word/sentence: A formal composition or speech expressing high praise of somebody-
উত্তর : eulogy.

১৪. প্রশ্ন : The word ‘Shrug’ indicating doubt or indifference is associated with-
উত্তর : Shoulders.
 
১৫. প্রশ্ন : He is quite _ in dealing with people.
উত্তর : diplomatic.
 
১৬. প্রশ্ন : They suffered much _ tornado had hit their village.
উত্তর : since.
 
১৭. প্রশ্ন : Choose the wrong sentence:
উত্তর : The land is belonged to an old lady.
 
১৮. প্রশ্ন : Choose the wrong sentence:
উত্তর : His failure resulted for lack of attention.
 
১৯. প্রশ্ন : Choose the correctly spelt word:
উত্তর : Voluntary.
 
২০. প্রশ্ন : Choose the correctly spelt word:
উত্তর : Accelerate.

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।