সাপ্লাই চেইন প্রফেশনালদের নিয়ে ‘আয়না’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৮ অক্টোবর ২০২৩

বাংলাদেশে এই প্রথম সাপ্লাই চেইন প্রফেশনালদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘আয়না’। আগামী ২০ অক্টোবর কৃষিবিদ ইনস্টিটিউটে বিআইএইচআরএম সাপ্লাই চেইন কনভেনশনে এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।

এ সময় বিআইএইচআরএম সাপ্লাই চেইন থেকে সদ্য পিজিডি সম্পন্ন করা গ্রাজুয়েটরা উপস্থিত থাকবেন। এছাড়া দেশের বিভিন্ন পর্যায়ের সিনিয়র সাপ্লাই চেইন প্রফেশনালরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: বাংলাদেশের শিক্ষকদের প্রত্যাশা 

সাপ্লাই চেইন বিষয়ক চলচ্চিত্র ‘আয়না’র চিত্রনাট্য লিখেছেন কবি ও কথাসাহিত্যিক সানাউল্লাহ সাগর। পরিচালনা করেছেন সাইফুদ্দিন লিসান এবং সানাউল্লাহ সাগর। প্রযোজনা করেছেন সাপ্লাই চেইন লিডার সাইফুদ্দিন লিসান। এতে অভিনয় করেছেন মিহির ব্যানার্জী, হাসিবুল ইসলাম, ইশকা আরজু, এমদাদ হোসেন, ইসমাইল হোসেন, মাকসুদা আক্তার মিমি প্রমুখ।

কবি সানাউল্লাহ সাগর বলেন, ‘সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের বিভিন্ন স্তরের সাপ্লাই চেইন পেশায় যুক্তরা। এটি বাংলাদেশের সাপ্লাই চেইন পেশায় যুক্তদের নিয়ে প্রথম কোনো সিনেমা। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার ইউটিউবে প্রকাশিত হয়েছে।’

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।