আজকের সাধারণ জ্ঞান : ২৭ মার্চ ২০১৬


প্রকাশিত: ০২:১১ এএম, ২৭ মার্চ ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম বিমানবন্দরটি কোথায় অবস্থিত?
উত্তর : দাম্মাম।

২. প্রশ্ন : পৃথিবীর গভীরতম স্থান কোনটি?
উত্তর : প্রশান্ত মহাসাগর।

৩. প্রশ্ন : পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উত্তর : বৈকাল।

৪. প্রশ্ন : ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর : ব্রাজিল।

৫. প্রশ্ন : যদি সেট A = {5,15,20,30} এবং B = {3,5,15,18,20} হয় তবে নিচের কোনটি A∩B নির্দেশ করবে?
উত্তর : {5, 15, 20}।

৬. প্রশ্ন : (x-y,3) = (0, x+2y) হলে (x,y) = কত?
উত্তর : (1,1)।

৭. প্রশ্ন : একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে.মি. ছোট; কিন্তু অতিভূজ ২ সে.মি. বড়। অতিভূজের দৈর্ঘ্য কত?
উত্তর : ১০ সে.মি.।

৮. প্রশ্ন : একটি সাবানের আকার ৫ সে.মি. × ৪ সে.মি. × ১.৫ সে.মি. হলে ৫৫ সে.মি. দৈর্ঘ্য, ৪৮ সে.মি. প্রস্থ এবং ৩০ সে.মি. উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?
উত্তর : ২,৬৪০টি।

৯. প্রশ্ন : বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সংশোধিত হয়েছে কত বার?
উত্তর : ১৫ বার

১০. প্রশ্ন : 0,1,2 এবং 3 দারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
উত্তর : 2187.
 
১১. প্রশ্ন : যদি দুইটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে 20 এবং 96 হয়, তবে সংখ্যা দুটির ব্যাস্থানুপাতিক যোগফল কত হবে?
উত্তর : 5/24.
 
১২. প্রশ্ন : যদি (64)2/3 + (625)1/2-3h হয় তবে h এর মান কত?
উত্তর : 13 2/3.
 
১৩. প্রশ্ন : একটি ত্রিভূজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20m,21m এবং 29m হলে আর ক্ষেত্রফল কত?
উত্তর : 210m^2.
 
১৪. প্রশ্ন : দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432, তবে বড় সংখ্যাটি কত?
উত্তর : 36.
 
১৫. প্রশ্ন : (x-4)^2 + (y+3)^2=100 বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক কত?
উত্তর : (4,-3).
 
১৬. প্রশ্ন : f(x)=x^3-2x+10 হলে f(0) কত?
উত্তর : 10.
 
১৭. প্রশ্ন : 1^2+2^2+3^2+..........+x^2 এর মান কত?
উত্তর : { x(x+1)(2x+1)}/6.
 
১৮. প্রশ্ন : যদি a+b=2,ab=1হয় তবে a এবং b এর মান কত?
উত্তর : 1,1.
 
১৯. প্রশ্ন : 3x-7y+10=0 এবং y-2x-3=0 এর সমাধান কত?
উত্তর : x=-1,y=1.
 
২০. প্রশ্ন : যদি a2+1/a2= 51হয় তবে a+1/a এর মান কত?
উত্তর : +-7.

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।