স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন চাই


প্রকাশিত: ১১:৩৯ এএম, ১২ মার্চ ২০১৬

বেসরকারি স্কুল, মাদ্রাসা ও কলেজে নিয়োগে স্বচ্ছতা ফিরিয়ে আনতে জাতীয় নিয়োগ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এই নিয়োগ কমিটির সবাইকে হতে হবে সৎ ও দেশপ্রেমিক। আমরা বিশ্বাস করি, দেশে হাজার হাজার দুর্নীতিবাজ কর্মকর্তার মধ্যে কিছুসংখ্যক সৎ ও দেশপ্রেমিক মানুষও আছেন, তাদের দিয়ে এই নিয়োগ বোর্ড গঠন করতে হবে।

আমরা শিক্ষা বিভাগে নিয়োগের স্বচ্ছতা ও মেধার যথাযথ মূল্যায়ন চাই। একজন মেধাবী ছেলে বা মেয়ে জাতিকে যা দিতে পারবে, একজন অযোগ্য লোক কি তা দিতে পারবে? ওই মেধাবী ছেলেটি যদি এই দেশের নাগরিক হয়, তাহলে তার চাকরি পেতে বাধা কোথায়? এই সব বিদ্যালয়ে তো আপনার, আমার সন্তানেরাই পড়াশোনা করবে।

আশা করি, সরকার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে।

লেখক: ঢাকা।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।