নতুন স্কেলে বেতন


প্রকাশিত: ০৭:৫০ এএম, ০১ মার্চ ২০১৬

নতুন পে স্কেলে সব শ্রেণির সরকারি চাকরিজীবী বকেয়াসহ বেতন পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এখনও পুরনো স্কেলেই বেতন পাচ্ছেন। কথা ছিল, ফেব্রুয়ারির বেতনের সঙ্গে সমন্বয় করে নতুন স্কেলে শিক্ষক-কর্মচারীরা বেতন পাবেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেল, ফেব্রুয়ারির বেতন পুুরনো স্কেলেই দেয়া হবে। যে কারণে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা ভীষণ হতাশ ও ক্ষুব্ধ। যে দেশে সরকারের কর্তাব্যক্তিদের কথার কোনো দাম নেই, সে দেশে কী আশা করা যায়? সত্যিই বড় বিচিত্র আমাদের এই দেশ!

শিক্ষকরা আন্দোলন করলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়। কিন্তু শিক্ষকরা কম বেতন পেলে কি তাদের ক্ষতি হয় না? এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হচ্ছে। এখন প্রশ্ন, এই ১,০০০ টাকায় আদৌ কি বাড়ি ভাড়া পাওয়া যাবে? চিকিৎসা ভাতা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হচ্ছে। এই ৫০০ টাকায় কতজনের চিকিৎসা করা যাবে?

সুতরাং শিক্ষকদের প্রতি আর অবহেলা না করে বকেয়াসহ নতুন স্কেলে বেতন প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।

লেখক: শিক্ষক, কুষ্টিয়া।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।