শুক্রবার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি পদে প্রিলিমিনারি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৫ অক্টোবর ২০২২

বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) সাধারণ পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এ আদেশের ফলে ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষা নিতে আইনগত কোনো বাধা নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে নিয়োগ পরীক্ষার স্থগিতাদেশ চেয়ে দায়েরকৃত রিট পিটিশনের উপর হাইকোর্ট বিভাগ কর্তৃক গত ২৩ অক্টোবর স্থগিতাদেশ দেওয়া হয়। আজ (মঙ্গলবার) বাংলাদেশ সুপ্রিমকোর্টের চেম্বার জজ হাইকোর্ট বিভাগের উল্লিখিত আদেশের উপর স্থগিতাদেশ দেন। এর ফলে আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে প্রিলিমিনারি পরীক্ষা নিতে আর কোনো আইনগত বাধা নেই।

এবার মোট এক লাখ ৩৪ হাজার ৩৬৫ জন প্রার্থীর ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি টেস্ট আগামী শুক্রবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত ঢাকা শহরের ৪৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি টেস্টের সময়সূচি, পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ইএআর/এমআইএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।