বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৬ মে


প্রকাশিত: ০৭:২৯ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

ত্রয়োদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ সপ্তাহেই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এনটিআরসিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

এনটিআরসিএ সূত্র জানায়, নতুন নিয়মে এবার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্কুল ও কলেজের প্রিলিমিনারি পরীক্ষা ৬ মে সকাল ১০টা থেকে ১১টা এবং ৭ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্কুল ও কলেজের লিখিত পরীক্ষা ১২ আগস্ট সকাল ৯টা থেকে ১২টা এবং  ১৩ আগস্ট সকাল ৯টা থেকে ১২টা  পর্যন্ত কলেজের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পুরাতন ২০টি জেলায় অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত ৪শ` কলেজে প্রিলিমিনারি ও ৫০টি কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্তৃপক্ষ এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। উল্লেখিত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা না রাখতে উপাচার্য বরাবর চিঠি দিয়েছে এনটিআরসিএ এর চেয়ারম্যান এএমএম আহজার।

এনএম/এমজেড/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।