আজকের সাধারণ জ্ঞান : ৩০ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ০৬:০৬ এএম, ৩০ জানুয়ারি ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বইমেলা’ নিয়ে জাগো জবসের শেষ পর্বের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : বাংলা একাডেমি আয়োজিত প্রথম মেলা কেমন ছিল?
উত্তর : বিশেষ হ্রাসকৃত মূল্যে একাডেমি প্রকাশিত বই বিক্রি করা।

২. প্রশ্ন : বাংলা একাডেমি আয়োজিত মেলার পাশাপাশি আর কারা উদ্যোগ নেয়?
উত্তর : মুক্তধারা, স্ট্যান্ডার্ড পাবলিশার্স ও তাদের দেখাদেখি আরো কেউ কেউ বাংলা একাডেমির মাঠে নিজেদের বই বিক্রির উদ্যোগ নেয়।

৩. প্রশ্ন : মেলার বাইরের বই বিক্রেতারা মেলার সঙ্গে কবে যুক্ত হন?
উত্তর : ১৯৭৮ সালে।

৪. প্রশ্ন : বাংলা একাডেমিকে মেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত করেন কে?
উত্তর : বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী।

৫. প্রশ্ন : বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি কবে যুক্ত হয়?
উত্তর : ১৯৭৯ সালে।

৬. প্রশ্ন : ১৯৭৯ সালে মেলা কত দিনব্যাপী ছিল?
উত্তর : ৭ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

৭. প্রশ্ন : কত সালে বইমেলার মেয়াদ ২১ দিনের পরিবর্তে ১৪ দিন করা হয়?
উত্তর : ১৯৮১ সালে।

৮. প্রশ্ন : মেলার মেয়াদ আবার ২১ দিন করা হয় কবে?
উত্তর : ১৯৮২ সালে।

৯. প্রশ্ন : কবে প্রথম অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করা হয়?
উত্তর : ১৯৮৩ সালে।

১০. প্রশ্ন : অমর একুশে গ্রন্থমেলার উদ্যোক্তা কে?
উত্তর : বাংলা একাডেমি।

১১. প্রশ্ন : অমর একুশে গ্রন্থমেলার সহযোগিতায় ছিল কারা?
উত্তর : জাতীয় গ্রন্থকেন্দ্র এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

১২. প্রশ্ন : কে অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করেন?
উত্তর : বাংলা একাডেমির মহাপরিচালক কাজী মনজুরে মওলা।

১৩. প্রশ্ন : ‘অমর একুশে গ্রন্থমেলা’ নামকরণের কারণ কী?
উত্তর : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গের করুণ স্মৃতিকে অম্লান করে রাখতেই এ নামকরণ করা হয়।

১৪. প্রশ্ন : কত সালে মেলা সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত হয়?
উত্তর : ২০১৪ সালে।

১৫. প্রশ্ন : বিশ্বে প্রথম বইমেলার আসর বসে কবে?
উত্তর : ১৮০২ সালে।

১৬. প্রশ্ন : বিশ্বে প্রথম বইমেলার আসর বসে কোথায়?
উত্তর : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে।

১৭. প্রশ্ন : বিশ্বে প্রথম বইমেলার উদ্যোক্তা কে?
উত্তর : ম্যাথু কেরি।

১৮. প্রশ্ন : জার্মানির ফ্রাংকফুটের বৃহৎ বইমেলা কবে শুরু হয়?
উত্তর : ১৯৪৯ সালে।

১৯. প্রশ্ন : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বইমেলা কত সালে প্রবর্তন করা হয়?
উত্তর : ১৯৭৬ সালে।

২০. প্রশ্ন : কলকাতা বইমেলা কবে থেকে আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি অর্জন করে?
উত্তর : ১৯৮৪ সাল থেকে।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।