আজকের সাধারণ জ্ঞান : ২৮ জানুয়ারি ২০১৬
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলাদেশের বইমেলা’ নিয়ে জাগো জবসের ১ম পর্বের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : বাংলাদেশে প্রথম বইমেলা অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৬৫ সালে।
২. প্রশ্ন : বাংলাদেশে প্রথম বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : তৎকালীন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি)।
৩. প্রশ্ন : বাংলাদেশের প্রথম বইমেলা কোন ধরনের ছিল?
উত্তর : শিশু গ্রন্থমেলা।
৪. প্রশ্ন : বাংলাদেশের প্রথম বইমেলা কে আয়োজন করেন?
উত্তর : কথাসাহিত্যিক সরদার জয়েনউদদীন।
৫. প্রশ্ন : বাংলাদেশের ২য় বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : নারায়ণগঞ্জে।
৬. প্রশ্ন : বাংলাদেশের ২য় বইমেলা কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭০ সালে।
৬. প্রশ্ন : বাংলাদেশের ২য় বইমেলা কে আয়োজন করেন?
উত্তর : কথাসাহিত্যিক সরদার জয়েনউদদীন।
৬. প্রশ্ন : বাংলাদেশের ২য় বইমেলায় কারা সহযোগিতা করেন?
উত্তর : নারায়ণগঞ্জ ক্লাব।
৭. প্রশ্ন : কোন বইমেলায় প্রথম আলোচনা সভার ব্যবস্থা করা হয়?
উত্তর : নারায়ণগঞ্জ বইমেলায়।
৮. প্রশ্ন : বইমেলার প্রথম আলোচনা সভায় কারা অংশগ্রহণ করেন?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৎকালীন প্রধান অধ্যাপক মুহাম্মদ আব্দুল হাই, শহীদ অধ্যাপক মুনীর চৌধুরী ও সরদার ফজলুল করিম।
৯. প্রশ্ন : বাংলা একাডেমির কাছে প্রথম বইমেলা কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭২ সালে।
১০. প্রশ্ন : বাংলা একাডেমির কাছে প্রথম বইমেলার আয়োজক কে?
উত্তর : স্ট্যান্ডার্ড পাবলিশার্সের রুহুল আমিন নিজামী।
১১. প্রশ্ন : বাংলা একাডেমির কাছে প্রথম বইমেলায় কোন প্রকাশনীর বই সাজানো হয়?
উত্তর : সোভিয়েত ইউনিয়নের প্রগতি প্রকাশনীর।
১২. প্রশ্ন : বর্ধমান হাউস প্রাঙ্গণের বটতলায় কবে বইমেলা বসে?
উত্তর : ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি।
১৩. প্রশ্ন : বর্ধমান হাউস প্রাঙ্গণের বটতলায় বইমেলার আয়োজক কে?
উত্তর : চিত্তরঞ্জন সাহা।
১৪. প্রশ্ন : চিত্তরঞ্জন সাহা কয়টি বই দিয়ে মেলার গোড়াপত্তন করেন?
উত্তর : কলকাতা থেকে আনা ৩২টি বই।
১৫. প্রশ্ন : বটতলা বইমেলার ৩২টি বই কোন প্রকাশনীর?
উত্তর : চিত্তরঞ্জন সাহার স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ (বর্তমান মুক্তধারা প্রকাশনী) থেকে প্রকাশিত।
১৬. প্রশ্ন : বটতলা বইমেলার ৩২টি বইয়ের লেখক কারা?
উত্তর : বাংলাদেশি শরণার্থী লেখকরা।
১৭. প্রশ্ন : বটতলা বইমেলায় আর কারা যোগ দেন?
উত্তর : বর্ণমিছিলসহ আরো সাত-আটজন প্রকাশক।
১৮. প্রশ্ন : স্বল্প পরিসরে বইমেলা চলে কত বছর?
উত্তর : ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত।
১৯. প্রশ্ন : বাংলা একাডেমি কতসালে প্রথম মেলার আয়োজন করে?
উত্তর : ১৯৭৩ সালে।
২০. প্রশ্ন : বাংলা একাডেমি আয়োজিত প্রথম মেলা কতদিন ব্যাপী ছিল?
উত্তর : ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
এসইউ/আরআইপি