আজকের সাধারণ জ্ঞান : ২৩ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ০৫:৩০ এএম, ২৩ জানুয়ারি ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান’ নিয়ে জাগো জবসের ৬ষ্ঠ পর্বের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে?
উত্তর : ইভোলিওশন।

২. প্রশ্ন :  কোন জ্বালানী পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে?
উত্তর : পেট্রোল।

৩. প্রশ্ন : মোবাইল ফোনের লাইনের মধ্যদিয়ে কী প্রবাহিত হয়?
উত্তর : চৌম্বক শক্তি।

৪. প্রশ্ন : কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
উত্তর : ট্রিপসিন।

৫. প্রশ্ন : বায়ুমণ্ডলে শতকরা কতভাগ আরগন বিদ্যমান?
উত্তর : ০.৮।

৬. প্রশ্ন : মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
উত্তর : প্লিহায়।

৭. প্রশ্ন : কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
উত্তর : ডায়নামো।

৮. প্রশ্ন : জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
উত্তর : আলট্রাভায়োলেট রশ্মি।

৯. প্রশ্ন : কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
উত্তর : লাল।

১০. প্রশ্ন : ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কী?
উত্তর : আইসোটোপ।

১১. প্রশ্ন : সুশাসনের পূর্বশর্ত হচ্ছে-
উত্তর : অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন।

১২. প্রশ্ন : ‘সুবর্ণ মধ্যক’ হলো-
উত্তর : দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা।

১৩. প্রশ্ন : নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে কী বুঝায়?
উত্তর : প্রশ্নে উল্লেখিত তিনটিই সঠিক।

১৪. প্রশ্ন : একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো-
উত্তর : জনকল্যাণ।

১৫. প্রশ্ন : সুশাসনের পথে অন্তরায় কী?
উত্তর : স্বজনপ্রীতি।

১৬. প্রশ্ন : ব্যক্তিগত মূল্যবোধ লালন করে-
উত্তর : সামাজিক মূল্যবোধকে।

১৭. প্রশ্ন : নৈতিকভাবে বলা হয় মানবজীবনের-
উত্তর : নৈতিক আদর্শ।

১৮. প্রশ্ন : ‘Power : A New Social Analysis’ গ্রন্থটি কার লেখা?
উত্তর : বার্ট্রান্ড রাসেল।

১৯. প্রশ্ন : মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে-
উত্তর : সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা।

২০. প্রশ্ন : সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে-
উত্তর : আস্থার সম্পর্ক গড়ে তোলে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।