সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে চাকরি


প্রকাশিত: ১০:১৮ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ সেনাবাহিনীর ৭৭ বিএমএ কোর্সে প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
কোর্সের নাম: ৭৭ বিএমএ কোর্স
পদের নাম: লেফটেন্যান্ট

শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে। ইংরেজি মাধ্যমে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড ও ৩টিতে বি গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে একটি বিষয়ে ‘এ’ গ্রেড ও একটিতে ‘বি’ গ্রেড থাকতে হবে। ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।
নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।

বয়স: আগামী ১ জানুয়ারি ২০১৭ তারিখে ১৭-২১ বছর হতে হবে। কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২৩ বছর।
শর্ত: শুধু অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অন্যান্য সুবিধা
প্রশিক্ষণকালীন এমআইএসটি’র অধীনে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে এবং বিইউপি’র অধীনে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, পদার্থবিদ্যা ও বিবিএ কোর্সে ডিগ্রি অর্জন করা যাবে।

আবেদনের নিয়ম
আগ্রহীরা ১ হাজার টাকা আবেদন ফি জমা দিয়ে সেনাবাহিনীর ওয়েবসাইট www.joinbangladesharmy.mil.bd ঠিকানায় আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০১৬

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।