পাট অধিদফতর ও বিটিভির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:১৮ এএম, ২৮ ডিসেম্বর ২০১৫

পাট অধিদফতরের ‘সহকারী পরিচালক’ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ১ম শ্রেণির বিভিন্ন পদে নিয়োগের ফল প্রকাশিত হয়েছে।

আজ সোমবার দুপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করেছে। পিএসসি সূত্র এ তথ্য জানা গেছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন ক্যাডার) শেখ শাখাওয়াৎ হোসেন জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদফতরের ‘সহকারী পরিচালক’, তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের ‘সহকারী পরিচালক (অর্থ- গ্রেড-২)’, ‘শিল্প নির্দেশক/ গ্রাফিক শিল্প নির্দেশক/দৃশ্যপটকার (গ্রেড-২)’, ‘টেলিভিশন প্রকৌশলী (গ্রেড-২)’, ‘চিত্রগ্রাহক (গ্রেড-২)’, ‘চিত্রগ্রাহক (গ্রেড-২)’ ও ‘প্রযোজক (বার্ত, গ্রেড-২)’ আবেদনকারীদের মধ্য থেকে নিয়োগের জন্য চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত তথ্য পিএসসি’র ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে জানা যাবে।

এনএম/এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।