৫৩ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে বিএসটিআই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৬ জুন ২০২১

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) ১৬টি পদে মোট ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৫ জুলাই ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)

পদের বিবরণ

jagonews24

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ০১ জুন ২০২১ তারিখে ক্রমিক নং ১ ও ২ ব্যতীত অন্য সব পদের জন্য ২১-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ২১- ৩৫ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহীরা bsti.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

jagonews24

আবেদন ফি: আবেদনের জন্য টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ ৭২ টাকাসহ মোট ৬৭২ টাকা জমা দিবেন। আবেদনপত্র সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ০৫ জুলাই ২০২১ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: জাগোজবস ডটকম

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।