আজকের সাধারণ জ্ঞান : ২৪ নভেম্বর ২০১৫
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘মৌর্য সাম্রাজ্য’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট কে?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য।
২. প্রশ্ন : মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য।
৩. প্রশ্ন : সর্বশেষ মৌর্য সম্রাট কে?
উত্তর : বৃহদ্রথ।
৪. প্রশ্ন : দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কী ছিল?
উত্তর : বিক্রমাদিত্য।
৫. প্রশ্ন : চীনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েন সাং ভারতে আসেন কোন রাজার আমলে?
উত্তর : হর্ষবর্ধন।
৬. প্রশ্ন : ভারতবর্ষ থেকে কোন রাজন্য গ্রীকদের বিতাড়িত করেন?
উত্তর : মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত।
৭. প্রশ্ন : চন্দ্রগুপ্ত কোন বংশের রাজাকে পরাজিত করে মগধ দখল করেন?
উত্তর : নন্দবংশের শেষ রাজাকে।
৮. প্রশ্ন : ইন্ডিকা (Indika) নামক বিবরণমূলক গ্রন্থের লেখক কে?
উত্তর : মেগাস্থিনিস।
৯. প্রশ্ন : ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : কৌটিল্য।
১০. প্রশ্ন : কৌটিল্য আসলে কে কে?
উত্তর : চাণক্য ও বিষ্ণুগুপ্ত।
১১. প্রশ্ন : চাণক্য কে ছিলেন?
উত্তর : চন্দ্রগুপ্তের প্রধান পরামর্শদাতা।
১২. প্রশ্ন : চন্দ্রগুপ্তের সঙ্গে বিষ্ণুগুপ্তের কী সম্পর্ক?
উত্তর : চন্দ্রগুপ্তের প্রধান সাহায্যকারী হিসেবে গভীর সম্পর্ক।
১৩. প্রশ্ন : মৌর্য সাম্রাট অশোক কার ছেলে?
উত্তর : বিন্দু সারের।
১৪. প্রশ্ন : অশোক কলিঙ্গ জয়ে বের হন কত খ্রিস্ট পূর্বাব্দে?
উত্তর : ২৬০ খ্রিস্ট পূর্বাব্দে।
১৫. প্রশ্ন : মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল?
উত্তর : পুন্ড্রনগর।
এসইউ/পিআর