দুটি পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২৩ নভেম্বর ২০১৫

দুর্নীতি দমন কমিশন কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি (বিজ্ঞপ্তি নম্বর দুদক/৯২-২০১৪(গ)/ সংস্থাপন/২৯৭, তারিখ: ০৬/০১/২০১৫) প্রকাশ করে। যেখানে ৯টি ভিন্ন ভিন্ন পদের নাম উল্লেখ করা ছিল। কিন্তু কোনো ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না—এ কথা বিজ্ঞপ্তির কোথাও উল্লেখ করা ছিল না। আমিসহ হয়তো আরো অনেকে একাধিক পদে ট্রেজারি চালানসহ আবেদন করি।

দীর্ঘ সময় পরে ‘সহকারী পরিচালক’ ও ‘উপসহকারী পরিচালক’—এই দুটি পদের জন্য পরীক্ষা একই তারিখ ও সময়ে নির্ধারণ করা হয়েছে (তারিখ ২৭/১১/২০১৫ ও সময় বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০মিনিট)। ঐ দুটি পদের প্রার্থীরা যেকোনো একটির পরীক্ষা দিতে পারবেন, সময় ও তারিখ একই হওয়ার জন্য অন্য পদে পরীক্ষা দিতে পারবেন না, বঞ্চিত হবেন।

সুতরাং আমরা যারা বিভিন্ন অংকের ফি জমা দিয়ে একাধিক পদে আবেদন করেছিলাম, তারা আর্থিক ক্ষতির শিকার হব। তাই দুটি পদের পরীক্ষা সকাল ও বিকালে নেওয়া যেতে পারে।

প্রসঙ্গত, নিয়োগ পরীক্ষার ফি ছাড়া বাংলাদেশ ব্যাংকে নিয়োগসংক্রান্ত পরীক্ষা দেওয়া যায়, তাছাড়া প্রার্থীদের তথ্য বাংলাদেশ ব্যাংক ডিজিটালভাবে সংরক্ষিত রাখে। পরবর্তী সময়ে কোনো প্রার্থী আবার আবেদনের সুযোগ পেলে শুধু ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নতুন পদে আবেদন করা যায়, কোনো ফি লাগে না। অন্যরা কেন এই পথ অনুসরণ করেন না?

আজ সময়ের প্রয়োজনে দেশকে অগ্রগতির দিকে নিতে হলে আমাদের প্রযুক্তিনির্ভর অর্থাৎ ডিজিটাল হতে হবে, যত দ্রুত পারা যায়।

কেশবপুর, যশোর।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।